৩৫৪

ঋণের শর্তাবলী ঋণ-গ্রহীতা লিপিবদ্ধ করিবে বা ঘোষণা করিবে। কারণ (১) ঋণ-গ্রহীতাকে ঋণের বোঝা বহন করিতে হইবে এবং সংশ্লিষ্ট দায়িত্বাবলী পালন করিতে হইবে। অতএব, ইহাই ন্যায়সঙ্গত যে, শর্তের কথাগুলি তাহার দ্বারাই বিকশিত হউক। (২) ঋণ সংক্রান্ত দলিলটি ঋণদাতার হাতে থাকিতে হইবে, যাহাতে ঋণ-গ্রহীতা কখনও ঋণের পরিমাণ ও ঋণের শর্তাদি সম্বন্ধে প্রশ্ন উঠাইতে না পারে। আর অনেকটা এই কারণেও, দলিলটা তাহার নিজহাতে কিংবা তাহার উচ্চারিত বাক্যদ্বারা লিখিত হওয়া উচিত।