এই আয়াত, ঘটনাক্রমে, ঐসব আত্ম-সম্মানী ব্যক্তিদের প্রশংসা করিয়াছে যাহারা অন্যের কাছে হাত পাতে না। ইহাতে ‘ভিক্ষাবৃত্তির’ প্রতি কটাক্ষ করা হইয়াছে। ‘তা আফ্ফুফ’ (দূষণীয় ও অন্যায় বস্তু হইতে বিরত থাকা) ও ‘ইলাহাফ্’ (অতিরিক্ত মিনতি) শব্দদ্বয় ব্যবহার দ্বারা ঘৃণা প্রকাশ পায়। মহানবী (সাঃ) ভিক্ষা করাকে নিরুৎসাহিত করিয়াছেন।