আবিসিনিয়ার বাদশাহ নেগোস (নাজ্জাশী)-এর ইয়েমনী শাসনকর্তা আবরাহা কা’বা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে, মহানবী (সাঃ)-এর জন্ম-বৎসর ৫৭০ খৃষ্টাব্দে মক্কার দিকে বিরাট এক সেনা বাহিনী লইয়া অভিযান চালায়। তাহার ঐ বাহিনীতে কয়েকটি হাতী ছিল। গুটি বসন্তের মহামারী বা প্লেগ জাতীয় এক ধরণের সংক্রামক রোগ তাহার সৈন্যদলকে একেবারে ধ্বংস করিয়া ফেলে। তাহাদের মৃত গলিত দেহগুলিকে দলে দলে পাখী আসিয়া খাইয়া শেষ করে। এ সম্বন্ধে উপরে সূরাটির ভূমিকা পাঠ করুন।