৩৪৩৩

দুর্ভাগা কৃপণ ব্যক্তি ন্যায়-অন্যায় ভেদাভেদ না করিয়াই সম্পদ আহরণ করিয়া জমাইতে থাকে। ভাল কাজে খরচ না করিয়া সঞ্চিত ধনকে নিয়া সে গৌরব বোধ করে। সে মনে করে যে, এই ধনই তাহাকে অমরত্ব দান করিবে, বিস্মৃতির কবল হইতে তাহার নামকে বাঁচাইয়া রাখিবে এবং এই ধনের বদৌলতে তাহার বংশধরেরাও স্বচ্ছন্দে বাঁচিয়া থাকিবে। কিন্তু হায়! এরূপ ধারণা কতই না মারাত্মক!