৩৪৩১

‘হোমাযা’ অর্থ ঐ ব্যক্তি যে অপরের অনুপস্থিতিতে তাহার দোষ বর্ণনা করে ও দুর্নাম রটায়। ‘লুমাযাহ’ অর্থ ঐ ব্যক্তি যে অপরের অনুপস্থিতিতেও দুর্নাম করে, উপস্থিতিতেও দুর্নাম করে (আকরাব)। পূর্ববতী সূরাতে দুইটি মৌলিক গুণ তথা সততা ও ধৈর্যকে, শান্তির উৎস বলা হইয়াছে আর এই সূরাতে, ঐ দুইটি গুণের বিপরীত দুইটি দোষের উল্লেখ করা হইল যাহা সামাজিক শান্তি-শৃঙ্খলাকে বিনষ্ট করিয়া দেয়। ছিদ্রান্বেষণ ও কুৎসা রটনা এমনি দুইটি প্রধান দোষ যাহা বর্তমানের তথাকথিত সভ্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়াছে।