৩৪২৯

ইহা ইতিহাসের অমোঘ সাক্ষ্য যে, ব্যক্তি বা জাতির কাছে যখন জীবনের সুবর্ণ সুযোগ-সুবিধাদি আসে অথচ তাহারা ইহার পরিপূর্ণ সদ্ব্যবহার করে না, যাহারা মানুষের ভাগ্য-নিদ্ধারণী চিরন্তন প্রাকৃতিক নীতিমালাকে অবহেলা করতঃ অমান্য করে তাহারা পরিণামে দুঃখে নিপতিত হয়। এই সব ব্যক্তিবর্গ ও জাতিসমূহই সময়ের সাথে দৌড়ের প্রতিযোগিতায় হোঁচট খাইয়া পড়িয়া যায়। এই সূরার ‘আল্ ইনসান’ শব্দের দ্বারা এইরূপ ব্যক্তিবর্গ ও জাতিগুলিকেই বুঝানো হইয়াছে। ঐশী বিধানকে অবজ্ঞা করিয়া, বিনা শাস্তিতে রেহাই পাওয়ার কোন পথ নাই।