৩৪২৬

৫ম হইতে ৮ম আয়াত ইহাই প্রতিপন্ন করে যে, নারকীয় জীবন ইহকালেই শুরু হইয়া যায়। মানুষের চক্ষুর অন্তরালে পরকালের দোযখ ইহকালেই প্রস্তুত হইতে থাকে। এই বিষয়ে যাহারা গভীরভাবে চিন্তা করেন, নিশ্চিতভাবে বিশ্বাস অর্জন করিয়া তাহারা ইহাকে এখানেই চিনিতে পারেন। এই আয়াতগুলি দোযখের ব্যাপারে মানব বিশ্বাসের তিনটি স্তরকে নির্দেশ করিতেছে।