মানুষ যদি তাহার সাধারণ বুদ্ধিকে সঠিকভাবে ব্যবহার করিত এবং তাহার সামান্য জ্ঞানটুকুও প্রয়োগ করিত, তাহা হইলে সে দেখিতে পাইত যে, দোযখ ইহকালেই তাহাকে গ্রাস করিবার জন্য তাহার দিকে মুখ-বাদান করিয়া তাকাইয়া আছে। অর্থাৎ সে বুঝিতে পারিত যে, এই অস্থায়ী জাকজমক ও পার্থিক সুযোগ-সুবিধাসমূহের মধ্যে নিমগ্ন হওয়াটা তাহার নৈতিক অধঃপতনকে ডাকিয়া আনিবে।