গোপনে দান করা এবং প্রকাশ্যে দান করা, এই উভয় প্রকারের দানই ইসলাম উৎসাহিত করিয়াছে, ইহাতে বুদ্ধিমত্তা রহিয়াছে। প্রকাশ্যে দান করিয়া মানুষ দৃষ্টান্ত স্থাপন করিলে, অন্যেরা সেই দৃষ্টান্ত অনুসরণ করার প্রেরণা লাভ করে। গোপনে দান করা অনেক ক্ষেত্রে শ্রেয়ঃ; কেননা দান গ্রহণকারী ব্যক্তির অভাব-অনটন জনিত অসম্মানবোধও ইহাতে ঢাকা থাকে এবং তাহার মর্যাদা ক্ষুন্ন হয় না। অপরদিকে, দাতার গৌরববোধও ইহাতে সংযত থাকে।