৩৪০৫

নবী করীম (সাঃ)-কে আয়াতটির অর্থ জিজ্ঞাসা করা হইলে, তিনি এই উত্তর দিয়াছিলেন বলিয়া বর্ণিত হইয়াছে, গোপনে কৃত-কর্মও তখন প্রকাশিত হইয়া পড়িবে (তিরমিযী)। সংবাদ মাধ্যমের এত বাহুল্য হইবে যে, কোন কাজ গোপন রাখা সম্ভব হইবে না।