৩৪০

এই আয়াতটি ইহাই বুঝাইতে চাহে যে, আল্লাহ্‌র পথে, পরের উপকার সাধনের উদ্দেশ্যে, ব্যয় করার জন্য ধনীদের প্রতি আল্লাহ্‌র দেওয়া এই নির্দেশটি অত্যন্ত প্রজ্ঞাময় ও বুদ্ধিমত্তাপুর্ণ। কেননা, জাতির উন্নতি ও অগ্রগতির চাবিকাঠি এই নির্দেশ পালনের মধ্যে নিহিত আছে।