৩৩৯৮

নবী-রসূল বা সংস্কারকের আবির্ভাবের সময়ে বিশ্বাসীদের শত দুঃখ-কষ্ট ও নির্যাতন সহ্য করিতে হয়, কিন্তু তাহাদের মনে এমন অদ্ভুত ও অনির্বচনীয় এক প্রশান্তি নামিয়া আসে যাহা সকল পার্থিব সুখ-দুঃখকে ভুলাইয়া দিয়া তাহাদিগকে ঐশী অনুপ্রেরণায় অনুপ্রাণিত করিতে থাকে।