‘আল্ফ’ (হাজার) আরবী গণনার উচ্চতম সংখ্যা। অসংখ্য বা গণনাতীত বুঝাইতেও ‘আল্ফ’ শব্দ ব্যবহৃত হয়। এই হিসাবে আয়াতটির অর্থ দাঁড়ায়ঃ এই ফয়সালার মর্যাদাপূর্ণ বা সৌভাগ্য-রজনী অসংখ্য মাসের চাইতে উত্তম। অর্থাৎ নবী করীম (সাঃ)-এর যুগ অন্যান্য সকল যুগের চাইতেও বহুগুণে শ্রেষ্ঠ। ইহাতে এই কথার প্রতি ইঙ্গিত রহিয়াছে যে, যখনই মুসলমানদের প্রয়োজন হইবে, তখনই তাহাদের মধ্যে ঐশী সংস্কারকের আবির্ভাব ঘটবে। এক হাজার মাস প্রায় এক শতাব্দীর কাছাকাছি সময় এবং মহানবী (সাঃ) বলিয়াছেন, প্রতি শতাব্দীর শিরোভাগে তাঁহার উম্মতের মধ্যে আল্লাহ্তা’লা একজন সংস্কারকের আবির্ভাব ঘটাইতে থাকিবেন, যিনি ইসলামের সংস্কার সাধন করিবেন এবং ইহাতে নবজীবন ও নবজাগরণের সঞ্চার করিবেন (আবু দাউদ, কিতাবুল মোলাহেম)।