‘কদর’ অর্থ মূল্য, প্রাচুর্য, মর্যাদা, অনুশাসন, ভাগ্য, ক্ষমতা, সঠিক অনুমান করা, অবধারিত ও ফয়সালা করা (মুফরাদাত ও লেইন)। ‘কদর’ ও ‘লায়্লাহ’ শব্দদ্বয়ের বিভিন্ন অর্থের প্রেক্ষিতে, আয়াতটির অর্থ হইতে পারেঃ কুরআন এমনি একটি রাত্রে অবতীর্ণ হইয়াছিল যে রাত্রটিকে বিশেষ ঐশী শক্তি প্রকাশ করিবার জন্য, পূর্ব হইতেই নির্দিষ্ট করিয়া রাখা হইয়াছিল। অথবা ইহা এমনই একটা রাত্রি যাহার মূল্য সমবেত অন্যান্য সকল রাত্রির একত্রীভূত মূল্যের সমান, অথবা ইহা এমনই একটি রাত্রি যাহার মান-মর্যাদা, সম্মান-সম্ভ্রম ও মাহাত্ম্য-মহিমা তুলনাহীন। অথবা ইহা এমনই রাত্রি যাহা সর্ব প্রকারের প্রাচুর্যে ভরপুর— মানুষের নৈতিক ও আধ্যাত্মিক প্রয়োজন মিটানোর সব কিছুই ইহাতে প্রচুর পরিমাণে মওজুদ রহিয়াছে।