৩৩৮৬

‘ইকরা’ অর্থ পড়, আবৃত্তি কর, অন্যের কাছে বহন কর, ঘোষণা কর, সংগ্রহ কর ইত্যাদি। এইসব অর্থের সম্মিলিত তাৎপর্য হইলঃ কুরআন করীম বহুল পঠিত ও প্রচারিত হইবে, একত্রে সংগৃহীত হইয়া গ্রন্থে পরিণত হইবে এবং বিশ্বব্যাপী সম্প্রচারিত হইবে। সৃষ্টিকর্তাকে এখানে ‘রাব্ব্‌’ (প্রতিপালক প্রভু, রক্ষাকর্তা, বর্দ্ধনকারী ও পরিবর্দ্ধনকারী) নামে অভিহিত করার মধ্যে এই তাৎপর্য রহিয়াছে যে, মানুষের নৈতিক উন্নতি ক্রমোন্নয়নের মাধ্যমে সঞ্চারিত হইয়া মহানবী (সাঃ)-এর আগমনে পূর্ণত্ব ও চরমতু প্রাপ্ত হইয়াছে।