‘নিশ্চয় কষ্ট-কাঠিন্যের সাথে সহজসাধ্যতা রহিয়াছে’ এই বাক্য পর পর দুইবার ব্যবহৃত হইয়াছে। ইহা দ্বারা বুঝা যায় ইসলামকে যে কঠিন ও কঠোর সময়ের মধ্য দিয়া অতিক্রম করিতে হইবে তন্মধ্যে দুইটি সময়ের ভীষণ কঠোরতা ইহার অস্তিত্বের চ্যালেঞ্জ হইয়া দাঁড়াইবে। প্রথমে একবার ইহার প্রাথমিক বৎসরগুলিতে এবং দ্বিতীয়বার আখেরী যামানার দজ্জালিয়াতের যুগে। এই উভয় ক্ষেত্রেই, ইসলাম বিজয়ীর বেশে পরীক্ষায় উত্তীর্ণ হইবে। এই আয়াত দ্বারা এই কথাও বুঝা যায় যে, নবী করীম (সাঃ) ও মুসলিম উম্মত যে সকল বিপদাবলীর সম্মুখীন হইবেন, তাহা অস্থায়ী ধরণের হইবে। সেই তুলনায় তাহারা যে কৃতকার্যতা লাভ করিবেন, তাহা হইবে স্থায়ী ও সুদূরপ্রসারী।