৩৩৭১

ধর্মপরায়ণ বিশ্বাসী ব্যক্তি পরোপকার সাধন করিতে সচেষ্ট থাকে, পরের কাছ হইতে উপকার প্রাপ্তির প্রতি-উপকার হিসাবে নয়, বরং আল্লাহ্‌র সৃষ্টির উপকারে নিজেকে নিয়োগ করার একান্ত আগ্রহের কারণে। এইরূপ করার পিছনে তাহার একমাত্র উদ্দেশ্য থাকে, স্বীয় প্রভু ও আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জন।