মানুষের প্রকৃতির মধ্যেই আল্লাহ্তা’লা এই অনুভূতি ও কাণ্ড-জ্ঞান প্রোথিত করিয়া দিয়াছেন যাহা দ্বারা সে ভালমন্দ বাছ-বিচার করিতে পারে। তাহার মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করিয়াছেন এবং প্রকাশ করিয়াছেন যে, সে মন্দ ও অন্যায়কে প্রতিহত ও দমন করিয়া যদি সত্য ও ন্যায়ের পথ অবলম্বন করে, তাহা হইলে সে আধ্যাত্মিক উন্নতির উচ্চ শৃঙ্গে আরোহণ করিতে পারে।