৩৩৫৮

‘রাত্রি’ দ্বারা মুসলিম জাহানের অবনতি ও অধঃপতনের সময়কে বুঝাইয়াছে, যখন ইসলামের আলো ক্ষীণ হইতে ক্ষীণতর হইয়া, বিশ্বের চোখে ইহা প্রচ্ছন্ন ও অন্ধকার বলিয়া প্রতিভাত হইতে লাগিল। এই চারটি আয়াত (২ হইতে ৫) ইসলামের ঘটনাবহুল ইতিহাসের চারিটি উল্লেখযোগ্য পর্যায়কে বুঝাইয়াছে। (১) নবী করীম (সাঃ)-এর সময় যখন আধ্যাত্মিক সূর্য (মহানবী স্বয়ং) বিশ্বের আধ্যাত্মিক আকাশে থাকিয়া বিশ্বকে উজ্জ্বল আলো বিতরণ করিতেছিলেন, (২) নবী করীম (সাঃ)-এর মহান প্রতিনিধি প্রতিশ্রুত মসীহের সময়, যখন তিনি নবী করীম (সাঃ) হইতে আলো সংগ্রহ করিয়া অন্ধকার জগতে তাহা প্রতিফলিত করিবেন, (৩) খোলফায়ে রাশেদীন ও অন্যান্য খলীফাগণের সময়, যখন ইসলামের আলোর কিরণ চারিদিকে ছড়াইতেছিল, (৪) ইসলামের গৌরবোজ্জ্বল তিনটি শতাব্দীর পরে, আধ্যাত্মিক ক্রমাবনতি ও অন্ধকারের সুদীর্ঘ অমানিশার সময়।