পূর্ববর্তী আয়াতগুলিতে বর্ণিত সৎকর্মগুলি সম্পাদনই সামগ্রিক সমাজ-উন্নয়নের জন্যে যথেষ্ট নয়। উৎকৃষ্ট আদর্শ ও ন্যায়-ভিত্তিক নীতি অবলম্বন এবং ক্রমাগতভাবে সত্যিকার সংযম-সাধনা ও পুণ্যকাজের অভ্যাস শিক্ষাদানের ব্যবস্থাবলম্বনও উপরোক্ত লক্ষ্য অর্জনের জন্য একান্ত প্রয়োজন।