রসূলে পাক (সাঃ) মক্কা হইতে বিতাড়িত হইবেন এবং বিজয়ীর বেশে পুনরায় মক্কায় প্রবেশ করিবেন, মক্কা তাঁহার বশ্যতা স্বীকার করিবে, আরবের অধিবাসীরা ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করিবে– ইহা আল্লাহ্র আমোঘ ভবিষ্যদ্বাণী। কিন্তু এই ভবিষ্যদ্বাণী সর্বতোভাবে পূর্ণ হইবার পূর্বে নবী করীম (সাঃ) ও তাঁহার অনুসারীদিগকে অশেষ দুঃখ-দুর্দশা ও কষ্ট বরণ করিতে হইবে, বহু ত্যাগ-তিতিক্ষা অবলম্বন ও পরিশ্রম করিতে হইবে, তদুপরি, অনবরত সংগ্রাম করিয়া যাইতে হইবে যে পর্যন্ত ভবিষ্যদ্বাণীর উদ্দেশ্যাবলী পুরাপুরিভাবে পূর্ণ না হয়।