৩৩৪৩

‘লা’ শব্দটি দ্বারা, যে বিষয়টি আলোচিত হইতে যাইতেছে তাহার প্রতি গভীর দৃষ্টি আকর্ষণপূর্বক, এই কথা পূর্বাহ্নেই বলিয়া দেওয়া হইতেছে যে, বিষয়টি এতই স্পষ্ট ও নিশ্চিত যে, ইহার জন্য শপথ করার প্রয়োজনই নাই। ইহাই ‘লা’-এর তাৎপর্য অথবা, ইহা একটি অনুল্লিখিত আপত্তি খণ্ডনের উদ্দেশ্যে ব্যবহৃত হইয়াছে। এইরূপ ক্ষেত্রে ‘লা’-এর অর্থ দাঁড়াইবেঃ না, তুমি কখনও প্রতারক নহ, যেমনটা অবিশ্বাসীরা মনে করে, তুমি নিশ্চয়ই আল্লাহ্‌র প্রেরিত পুরুষ, আর এই নগরীকেই তোমার সত্যতার সাক্ষীরূপে আহবান করা হইতেছে। কিন্তু অধিকতর যুক্তিসঙ্গত অর্থ এইরূপঃ ‘হে অবিশ্বাসীরা, তোমরা ইসলামের বিরুদ্ধে ধ্বংসের ষড়যন্ত্র কর, আমি তোমাদের মনের কথা জানি। কিন্তু জানিয়া রাখ, তোমাদের ইচ্ছা কোন মতেই পূর্ণ হইবে না, আর এই নগরীকে আমি এই কথার সাক্ষী রাখিতেছি।’