৩৩৪২

মানুষের আধ্যাত্মিক উন্নতির উচ্চতম পর্যায় ইহাই যে, সে তাহার প্রভুর উপর পূর্ণভাবে সন্তুষ্ট এবং তাঁহার প্রভুও তাহার উপর পূরাপূরি সন্তুষ্ট (৫৮ঃ২৩)। এই অবস্থা একটি বেহেশ্‌তী অবস্থা, যে অবস্থায় সে সকল মানবিক দুর্বলতা ও দোষের উর্দ্ধে উঠিয়া যায় এবং এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তিতে শক্তিমান হইয়া উঠে। সে আল্লাহ্‌র সাথে একীভূত ও বিলীন হইয়া যায়, আল্লাহ্ ছাড়া সে বাঁচিতেই পারে না। তাহার এই পরিবর্তন ইহকালেই ঘটিয়া থাকে। সে ইহকালেই বেহেশ্‌তের নাগাল পাইয়া যায়।