৩৩৪

আল্লাহ্‌র রাস্তায় যাহারা খরচ করেন, তাহাদের আত্মার শক্তি বৃদ্ধি পায়, কারণ তাহাদের কষ্টার্জিত অর্থ ও ধন আল্লাহ্‌র পথে দান করিয়া তাহারা নিজেদের উপরে স্বেচ্ছাকৃতভাবে যে বোঝা আরোপ করেন, তাহা বহন করিবার শক্তি লাভ করিয়া তাহারা শক্তিমান হইয়া উঠেন এবং তাহাদের ঈমানে দৃঢ়তা বৃদ্ধি পায়।