আল্লাহ্তা’লা মানুষকে মান-সম্মান ও ধনদৌলতদিয়া পরীক্ষা করেন, আবার অনেক সময় তাহার সৎকর্মের পুরস্কার স্বরূপ তাহাকে ঐগুলি দিয়া থাকেন। তেমনিভাবে কষ্টের মধ্যে ফেলিয়াও আল্লাহ্ মানুষের গুণাগুণের পরীক্ষা গ্রহণ করেন। সদগুণের অধিকারীরা ইহাতে পুরস্কৃত হন এবং অসৎ ব্যক্তিরা বরং আরো শাস্তি পাইবার যোগ্য বলিয়া নিজদিগকে প্রমাণ করে। কিন্তু মানুষের সাধারণ প্রবৃত্তি এমনই যে, যখন সে আরামে ও প্রাচুর্যে দিন কাটায়, তখন সে ভাবতে থাকে, এইগুলি তাহার শ্রম ও প্রচেষ্টার ফল মাত্র, তাহার উন্নত বুদ্ধির ফলেই সে এইগুলি লাভ করিয়াছে (২৮ঃ৭৯)। কিন্তু দুর্ভাগ্য ও দুর্দিন যখন আসে, তখন তাহারা এইগুলির জন্য আল্লাহ্কে দায়ী করে।