‘প্রভাত’ দ্বারা মহানবী (সাঃ)-এর মক্কা ছাড়িয়া মদীনায় গমনকে বুঝাইতে পারে, কেননা এই হিজরতের মধ্য দিয়া তাঁহার (সাঃ) মক্কী জীবনের অত্যাচার-নির্যাতনের ঘোর অমানিশা কাটিয়া ভোরের উদয় হইল। ‘প্রভাত’ দ্বারা প্রতিশ্রুত মসীহ্ (আঃ)-কেও বুঝাইতে পারে— কয়েক শতাব্দী-ব্যাপী ইসলামের গ্লানি ও অধঃপতনের অন্ধকার যুগ শেষে, মুসলমানদের জন্য উজ্জ্বল ভবিষ্যতের আশার বাণী লইয়া যাহার আগমনের কথা।