অন্যত্র কুরআনে, প্রকাশ্যে দান-খয়রাত করার জন্যও মুসলমানকে উৎসাহ দেওয়া হইয়াছে। ইহার উদ্দেশ্য শুধু এতটুকুই যে, অন্যেরাও যেন উৎসাহিত হইয়া তাহাদের দৃষ্টান্ত অনুসরণ করে এবং নিজেরা দান-খয়রাতে ব্রতী হয়। কিন্তু যাহারা আল্লাহ্কে বিশ্বাস করে না, তাহারা কেবল জনগণের প্রশংসা অর্জনের উদ্দেশ্যেই দেখাইয়া দেখাইয়া, ঘটা করিয়া দান-খয়রাত করিয়া থাকে। তাহারা আল্লাহ্র কাছ হইতে পুরস্কার প্রাপ্তির সুযোগ ও যোগ্যতা হারাইয়া ফেলে।