৩৩২

সাহায্য প্রার্থীকে সাহায্য করিয়া পরে তাহাকে কোন কটু কথা শুনানোর চাইতে, তাহাকে সহানুভূতিসূচক দুই-চার কথা বলা এবং অপারগতা-নির্দেশক ক্ষমা চাওয়া বরং শ্রেয়ঃ। অথবা, সাহায্য প্রার্থীর অভাব-অনটনকে অন্যের কাছে অনর্থক বলা-বলি করিয়া তাহাকে হেয় ও খাটো করার চাইতে, তাহা ঢাকিয়া গোপন রাখা বরং ভাল। ইহাও মাগফিরাতের তাৎপর্য।