এই আয়াত ও পূর্ববর্তী আয়াতের অর্থ হইলঃ যে বৃষ্টির পানির উপর পৃথিবীর শ্যামলিমা ও ফসলাদি বহুলাংশে নির্ভর করে, উহা আকাশ হইতে আসে এবং রষ্টির পানি না আসিলে ভূপৃষ্ঠের পানিও ক্রমে ক্রমে শুষ্ক হইয়া যায়। তেমনি মানুষের যুক্তি-জ্ঞানের পবিত্রতা ও শক্তি আপনাপনি হারাইয়া যায় যখন ইহার সহিত ঐশী-বাণীর সংযোগ বিচ্ছিন্ন হইয়া পড়ে।