৩৩১১

পঞ্চম আয়াত হইতে নবম আয়াত পর্যন্ত বিশ্বাসীদের উপর সত্যের শত্রুতাকারীদের অগ্নিসম অত্যাচার-অনাচার, যাহা যুগে যুগে চলিয়া আসিয়াছে, উহারই কথা ব্যক্ত হইয়াছে। আর তাহাদের ভয়াবহ পরিণামের কথা বলা হইয়াছে ১১ আয়াতে।