৩২৯৯

পৃথিবী এক নব-জীবন লাভ করিবে এবং মানুষের পাপের মাত্রাধিক্য হেতু বিশ্ব যেভাবে ধ্বংসের মুখোমুখী হইয়া গিয়াছিল, তাহা হইতে ইহা বাঁচিয়া যাইবে এবং বিশ্বের অধিবাসীদের আধ্যাত্মিক উন্নতির নবতর উপায়-উপকরণ সরবরাহ করা হইবে। আয়তটির অর্থ ইহাও হইতে পারে যে, কোন কোন গ্রহ-উপগ্রহ যেগুলিকে পৃথিবীর অংশ মনে না করিয়া কেবল আকাশস্থিত বলিয়া মনে করা হইতে, তাহা পৃথিবীরই অংশ বলিয়া পরিচিত হইবে এবং মানুষ রকেটের সাহায্যে উহাতে পৌঁছিবারও চেষ্টা চালাইবে। ‘মুদ্দা’ শব্দটিতে এই সব অর্থই নিহিত আছে (লেইন)।