আয়াতটি এমন একটি সময়ের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করিতেছে যখন আকাশের দরজাগুলি খুলিয়া দেওয়া হইবে এবং ইসলাম-বিস্তারের লক্ষ্যে রাশি রাশি ঐশী নিদর্শন প্রদর্শিত হইবে৷ উচ্চ মর্যাদার লোকেরা তখন ঐশী হেদায়াতের প্রতি গভীর মনোযোগের সহিত নিজেদের চিন্তাকে নিবিষ্ট করিবে।