‘ইল্লীয়্যূন’ শব্দটি অনেকের মতে ‘আলা’ হইতে উৎপন্ন হইয়াছে। ‘আলা’ অর্থ ‘ইহা উচ্চ ছিল’ বা ‘উচ্চ হইয়াছিল’। অতএব ‘ইল্লীয়্যূন’ অর্থঃ অতি উচ্চ মর্যাদার স্থান যাহা ধার্মিক বিশ্বাসীরা উপভোগ করিবেন। ‘মুফরাদাত’ অনুযায়ী ‘ইল্লীয়্যূন’ অর্থ ঐ সকল বিশিষ্ট নির্বাচিত, ধার্মিক বিশ্বাসী যাহারা আধ্যাত্মিকতার দিক হইতে অন্যান্য বিশ্বাসীগণ হইতে উর্দ্ধে এবং সেই কারণে অগ্রগণ্য। শব্দটি পবিত্র কুরআনের ঐ অংশকেও বুঝাইয়া থাকিতে পারে, যাহা বিশ্বাসীগণের জন্য অবধারিত উন্নতি ও অগ্রগতি সম্বন্ধে ভবিষ্যদ্বাণীগুলিকে ধারণ করে। হযরত ইবনে আব্বাস বলেন, শব্দটির অর্থ বেহেশ্ত (কাসীর)। আর ইমাম রাগেব বলেন, ইহার অর্থ বেহেশ্তবাসীগণ।