‘সিজ্জীন’ শব্দটি অনেক তফসীরকারকের মতে অনারবী শব্দ। কিন্তু ফার্রা, যাজ্জাজ, আবু উবায়দা এবং মুবাররাদ প্রমুখ খ্যাতনামা পণ্ডিতেরা বলেন, ইহা একটি আরবী শব্দ যাহা ‘সাজানা’ হইতে উৎপন্ন হইয়াছে। ‘লিসান’ এই শব্দটি ‘সিজ্ন’ (কারাগার)-এর সমার্থক মনে করেন। ‘সিজ্জীন’ একটি রেজিষ্টারী খাতা বা পুস্তক, যাহাতে পরকালের জন্য মন্দ লোকদের দুষ্কৃতির তালিকা সংরক্ষিত রাখা হয়। শব্দটির অন্যান্য অর্থ হইলঃ শক্ত বস্তু, কঠোর ও ভয়ঙ্কর, চলমান, স্থায়ী বা চিরস্থায়ী (লেইন)।