সেই যুগে, বিশাল সমুদ্রগুলি খাল দ্বারা সংযুক্ত হইয়া, একের পানি অপরের মধ্যে প্রবাহিত হইবে, অথবা সমুদ্রের মুখগুলি গভীরভাবে খনন করিয়া বড় বড় জাহাজগুলিকে বন্দরে ভিড়ানোর ব্যবস্থা করা হইবে। পানামা ও সুয়েজ খালগুলির প্রতি এই আয়াত দৃষ্টি আকর্ষণ করিতেছে বলিয়া মনে হয়।