যেহেতু শেষ যুগে, মানুষ সাধারণভাবে পাপের স্রোতে গা ভাসাইয়া দিবে এবং ধন-সম্পদ ও ভোগবিলাসিতায় মত্ত হইয়া যাইবে, তখন যে অল্প সংখ্যক লোক সৎপথে থাকিয়া, সরল প্রাণে ধর্ম-কর্ম করিতে থাকিবে তাহারা পুরস্কৃত হইবে এবং বেহেশ্ত লাভের যোগ্য বিবেচিত হইবে।
যেহেতু শেষ যুগে, মানুষ সাধারণভাবে পাপের স্রোতে গা ভাসাইয়া দিবে এবং ধন-সম্পদ ও ভোগবিলাসিতায় মত্ত হইয়া যাইবে, তখন যে অল্প সংখ্যক লোক সৎপথে থাকিয়া, সরল প্রাণে ধর্ম-কর্ম করিতে থাকিবে তাহারা পুরস্কৃত হইবে এবং বেহেশ্ত লাভের যোগ্য বিবেচিত হইবে।