৩২৭১

মানুষের পাপাচার ও অন্যায় এত ব্যাপকভাবে বিস্তার লাভ করিবে যে, আল্লাহ্‌র ক্রোধাগ্নি প্রজ্জ্বলিত হইয়া উঠিবে, যাহার ফলে মহাবিধ্বংসী যুদ্ধসমূহ মানুষের উপর দোযখের আযাবের মত নামিয়া আসিবে।