৩২৭০

এই আয়াতে মনে হয়, বলা হইয়াছে যে, আখেরী যুগে মহাকাশ বিজ্ঞান এমন অনেক অজানা তথ্যের সন্ধান মানবের কাছে উপস্থাপন করিবে, যাহাতে মানুষ হতচকিত হইবে। তাহা ছাড়া, রকেট ও মহাকাশ-যানসমূহ আকাশ বিদীর্ণ করিয়া গ্রহ-গ্রহান্তরে পৌঁছিবার চেষ্টা করিবে, যেন আকাশের আবরণ উন্মোচিত হইয়া পড়িয়াছে।