মানুষের আত্মা তাহার দেহ হইতে বিদায় নিবার পর, একটি নতুন দেহ ও নতুন আবাস বরণ করিয়া লয়। এই নব দেহ মানুষের ইহলৌকিক কার্যাবলীর গুণাগুণ ও প্রকৃতির অনুরূপ ও অনুযায়ী হইয়া থাকে। ইহাই তাহার প্রকৃত কবর। ইহা ঐ গর্ভ নহে যাহাতে আত্মীয়-স্বজনরা তাহার মৃতদেহকে স্থাপন করিয়া ঢাকিয়া দেয়। বরং ইহা তাহার আধ্যাত্মিক অবস্থা অনুযায়ী সুখ বা দুখের আধার হইয়া থাকে।