৩২৫৮

কাফেরগণ এতই অকৃতজ্ঞ যে, কুরআনের মত এতবড় মহা উপকারী ও মহীয়ান একটি গ্রন্থ যাহা তাহাদিগকে নৈতিক অধঃপতনের অতল গহ্বর হইতে উদ্ধার করিয়া, আধ্যাত্মিক উন্নতির উচ্চশৃঙ্গে উঠাইবার জন্য অবতীর্ণ হইয়াছে, উহাকেই তাহারা অগ্রাহ্য করিয়া বসে।