৩২৫৩

এই আয়াতটি হযরত আব্দুল্লাহ্-ইবনে উম্মে মাকতুমের প্রতি নবী করীম (সাঃ)-এর দৃষ্টিভঙ্গি ও ব্যবহারকে অতিশয় যুক্তিযুক্ত সাব্যস্ত করিতেছে। আয়াতটি বলিতেছে যে, কুরায়শ নেতা যদি মহানবী (সাঃ)-এর সাথে কথোপকথনের দ্বারা উপকৃত নাও হয়, তাহাতে মহানবী (সাঃ)-এর কোন দায়িত্ব বা দোষ নাই। হযরত আব্দুল্লাহর প্রতি বাহ্যিক মনোযোগ না দেওয়া এবং কুরায়শ নেতার প্রতি মনোযোগ অব্যাহত রাখার মধ্যে মহানবী (সাঃ)-এর কোন ব্যক্তিগত স্বার্থ ছিল না। বরং এই ব্যাপারে শরীয়াতের হুকুমেরই তিনি তাবেদারী করিয়াছেন, কারণ ইসলামী শরীয়াত বলে যে স্বীয় অতিথি বা আগন্তুকের প্রতি শ্রদ্ধা ও বিনয় প্রদর্শন প্রত্যেকেরই কর্তব্য।