শাস্তির সময়, স্থান, স্বরূপ ও প্রকৃতি ইত্যাদি তেমন গুরুত্বপূর্ণ ব্যাপার নহে। অবিশ্বাসীদের জন্য যাহা অধিক গুরুত্বপূর্ণ তাহা হইল এই যে, তাহারা যেন উপলব্ধি করে, ঐশী শাস্তি যখনই আসিবে তখনই অতি দ্রুতগতিতে, অকস্মাৎ ও ভীষণাকারে উপস্থিত হইবে; ইহার তুলনায় তাহাদের সারা জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য ও আমোদ-প্রমোদ মাত্র মুহূর্তকাল— এক সকাল বা এক সন্ধ্যা মাত্র— স্থায়ী ছিল বলিয়া প্রতীয়মান হইবে।