৩২৪৬

দিবা-রাত্রির আগমন-নির্গমন নৈসর্গিক হইলেও এই আয়াতে ইহাকে আকাশমালার সহিত সম্পর্কযুক্ত বলিয়া বর্ণিত হইয়াছে। প্রকৃত তত্ব ইহাই যে, সৌরমণ্ডলের কার্যক্রম দ্বারাই দিবা-রাত্র সৃষ্ট হইয়া থাকে।