অকল্পনীয়ভাবে জটিল অথচ এত ত্রুটিহীনভাবে সৃষ্ট এই সৌরমণ্ডলই এক অকাট্য যুক্তি যাহা দ্বারা সহজেই প্রমাণ করা যায় যে, ‘মৃত্যুর পরেও জীবন’ আছে। কেননা, যে মহামহিমান্বিত আল্লাহ্ এই বিশ্ব-জগতকে অনস্তিত্ব হইতে অস্তিত্বে আনিয়াছেন, তাঁহার পক্ষে সামান্য বিন্দুর মত ক্ষুদ্র একটা মানুষের মৃত্যুর পরে তাহাকে পুনরায় জীবিত করা অতি সহজ কাজ। ইহাই এই আয়াত ও পরবর্তী ছয়টি আয়াতের বক্তব্য।