৩২৩-খ

‘বাল’ আরবীতে এমন একটি বিয়োজন অব্যয় যাহা (ক) পূর্বে বিব্রত বিষয়টিকে খণ্ডন করে, যেমন ২১ঃ২৭, অথবা (খ) একটি আলোচ্য বিষয় হইতে অন্য বিষয়ের আলোচনায় যাওয়া, যেমন ৮৭ঃ১৭। এখানে ‘বাল’ শব্দটি শেষোক্ত অর্থে ব্যবহৃত হইয়াছে।