৩২৩৫

‘আযাবান কারীবান’ বা নিকটবর্তী শাস্তি বলিতে, ইহজগতে অবিশ্বাসীদের প্রাপ্ত শাস্তির কথা বুঝাইতে পারে। কুরআনের অন্য স্থলে (৩২ঃ২২) এই শাস্তিকে নিকটবর্তী শাস্তি বলা হইয়াছে। পরকালের মহাশাস্তি এই শাস্তির তুলনায় পরে আসিবে এবং ভীষণতর আকারে আসিবে।