৩২৩৩

ধার্মিকগণ সঙ্গিণী বা স্ত্রী হিসাবে এবং ধার্মিকাগণ সার্থী বা স্বামী হিসাবে যথাক্রমে সম্মানিত, সুন্দরী, উজ্জ্বল-যৌবনা যুবতী ও তদনুরূপ যুবককে লাভ করিবেন, যাহাদের লাবন্য বিলুপ্ত হইবে না। তাহারা সম্ভ্রান্ত বংশের হইবেন, উচ্চ ও মহৎ আকাঙ্খার অধিকারী হইবেন। ‘কায়েব’ (বহুবচনে ‘কাওয়ায়েব’) অর্থ সম্মান, সম্ভ্রম, মাহাত্ম্য, (লেইন)। কুরআনের অনত্র (৫৬ঃ৩৫) ধর্মপরায়ণ বিশ্বাসীগণের সাথীগণকে ‘ফুরুশুন মারফুয়াতুন’ বা সম্ভ্রান্ত রমণীগণ বলিয়া আখ্যায়িত করা হইয়াছে। বেহেশ্‌তের পুরস্কারসমূহের স্বরূপ ও তাৎপর্য সম্বন্ধে পূর্ণাঙ্গ আলোচনার জন্য দেখুন সূরা তুর, সূরা রাহমান এবং সূরা ওয়াকেআ।