বেহেশ্তের পুরস্কারগুলির মধ্যে আঙ্গুর-বাগানের উল্লেখ কুরআনে প্রায়শঃ পাওয়া যায়। ইহার কারণ এই যে, আঙ্গুর অতি সুস্বাদু ও অতি পুষ্টিকর খাদ্য। ইহা বহুদিন সংরক্ষণ করা যায় এবং উহাতে নেশা ধরে। ‘তাক্ওয়ার’ (ধর্ম-ভীরুতার) মধ্যেও এই তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান আছে। কাজেই ধর্মভীরুদের জন্য আঙ্গুর-বাগানই যথাযোগ্য পুরস্কার।