৩২২৬

৭ হইতে ১৭ আয়াত পর্যন্ত মানুষের শারীরিক জীবন ধারণের সকল উপায়-উপকরণ যাহা আল্লাহ্‌তা’লা তাহাকে না চাহিতেই দান করিয়াছেন, উহার উল্লেখ রহিয়াছে। ইহা দ্বারা এই ইঙ্গিত করা হইয়াছে যে, সেই সৃষ্টিকর্তা যিনি মানুষের দৈহিক প্রয়োজন মিটাইবার জন্য এত উপায়-উপকরণ সরবরাহ করিয়াছেন, তিনি কি করিয়া তাহার আধ্যাত্মিক প্রয়োজনসমূহ না মিটাইয়া থাকিতে পারেন।