৩২০৫

ইসলামের বাণী প্রচারে প্রাথমিক বাধা-বিঘ্ন অতিক্রমের পর, সাহাবীগণ (রাঃ) প্রচারের গতি বৃদ্ধি করিবেন এবং জোরে-শোরে, উৎসাহের সহিত মানুষকে আল্লাহ্‌র দিকে আহ্বান করিবেন৷ অথবা, সাহাবীগণ কুরআনের শিক্ষার সাহায্যে কাফেরদের অশুভ শক্তি ও মিথ্যার বেসাতিকে এমনইভাবে লণ্ড-ভণ্ড করিয়া দিবেন, যেমন প্রবল বাতাসের সামনে খড়-কুটা লণ্ড-ভণ্ড হইয়া যায়।